জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আফগানিস্তান
প্রকাশিত: ২ মে ২০২৩ ১৬:৪১

নট আউট ডেস্কঃ চলতি বছরের জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসবে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজে এক টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। শুরুতে দুই টেস্ট খেলার কথা থাকলেও ব্যস্ত সূচির কারনে সিরিজ একটি টেস্ট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘আমরা ওই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবো। শুরুতে দুটি টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের আগে ঠাসা সূচি থাকায় একটি টেস্ট বাদ দিয়েছি। বাদ পড়া টেস্টটি পরে অন্য কোনোও সময় খেলবো। কিন্তু আপাতত একটি টেস্টই হচ্ছে।’
জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ শুরু করবে এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতি। যদিও আইসিসির দুটি ইভেন্ট নিয়ে বর্তমানে আলোচনা চলছে ব্যাপকভাবে। এসব অবশ্য খুব একটা প্রভাবিত করছে না বিসিবিকে।
বিশ্বকাপের আগে বেঙ্গালুরু কিংবা সংযুক্ত আরব আমিরাতে স্কিল ক্যাম্প করার কথা আছে সাকিব-তামিমদের।
বিদেশি ক্যাম্প করার সম্ভব না হলে দেশের মাটিতেই ক্যাম্প করবে বাংলাদেশ। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ভারত আয়োজক হওয়ায় তাদের সঙ্গে আলোচনা করেই আইসিসি সূচি নির্ধারণ করবে। তখনই জানতে পারবো কোন ভেন্যুতে আমাদের খেলা।’
‘তারপর প্রস্তুতি নিয়ে পরিকল্পনা। বিদেশে ক্যাম্প করতে না পারলে সেটা আমাদের জন্য বড় সমস্যা হবে না। কারণ তার আগে যে ওয়ানডে খেলবো সেসবই প্রস্তুতির অংশ।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: