দাঁড়াতেই পারল না বাংলাদেশ, বড় জয় পাকিস্তানের
প্রকাশিত: ৯ মে ২০২৩ ০২:০৪

নট আউট ডেস্কঃ প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও সফরকারী পাকিস্তানের সামনে অসহায় আত্নসমর্পণ করেছে বাংলাদেশ যুব দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৮ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফলে, পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
চট্টগ্রামে এদিন আগে ব্যাট করে ২৭১ রানে গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন ওপেনার আজান আওয়াইস। এছাড়া অধিনায়ক সাদ বেগ করেন ৫১ রান। সায়মল হোসেন ৩৩ ও শেষ দিকে ২৯ রানে অপরাজিত থাকেন আমির হোসেন। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট শিকার করেন ইকবাল হোসেন। এছাড়া মাহফুজুর রহমান নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনার আশিকুর রহমান শিবলি বাংলাদেশ যুব দল। দলীয় পঞ্চাশ পার করতেই শাহরিয়ার সাকিবের উইকেট হারায় স্বাগতিকরা। দারুণ শুরু করা ওপেনার আদিল বিন সাদিক ইনিংস বড় করতে হয়েছেন ব্যর্থ। ফিরেছেন ৬১ বলে ৪০ রান করে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ যুব দল। একাধিক জুটি তৈরি হলেও হয়নি সেগুলো বড়। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেম শিহাব জেমস। এছাড়া আহরার আমিন ২৩ ও মাহফুজুর রহমান করেন ২২ রান। শেষ পর্যন্ত ৩ ওভার বাকি থাকতেই ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ যুব দল। ফলে ৭৮ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন মোহাম্মদ ইসমাইল।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: