রান করলেই কেবল ফিরবেন সৌম্য
প্রকাশিত: ৯ মে ২০২৩ ১৮:০২

নট আউট ডেস্কঃ বছরের শুরুতে দায়িত্ব বুঝে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই চন্ডিকার প্রথম মেয়াদে যে কয়েকজন ক্রিকেটার বিশ্বজয়ের সম্ভাবনা দেখিয়েছিল তাদের একজন সৌম্য সরকার। তবে সময়ের সাথে সেই ধারা সজল রাখতে পারেননি সৌম্য। যার ফলে জাতীয় দলের পর হরহামেশা বাদ পড়েন ঘরোয়া লিগের একাদশ থেকেও।
সৌম্যের সামর্থ্য নিয়ে সংশয় নেই কারও। নিয়মিত করছেন অনুশীলন। তারপরেও রানের দেখা পাচ্ছেন না এই ব্যাটার। তবুও জাতীয় দলের আলোচনা উঠলে ভালোভাবেই সামনে আসে সৌম্যের নাম। এই যেমন বাংলাদেশ দল ইংল্যান্ডে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে চন্ডিকার সংবাদ সম্মেলনে উঠেছে সৌম্য প্রসঙ্গ।
একসময়ের প্রিয় ছাত্রকে ভুলে যাননি চন্ডিকা। একই সাথে মনে রেখেছেন বর্তমান খারাপ সময়। তাইতো সোজা উত্তরে বলেছেন, আগে ফিরতে হবে রানে।
চন্ডিকা বলেন, 'সে তো রান করছে না। তার রান করা দরকার। আমরা সবাই জানি সে কতটা ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে সেই প্রমাণ সে দিয়েছে। কেউই নজরের বাইরে না। আমরা প্রতিটি খেলোয়াড়ের গতিবিধি নজর রাখি। সে যদি রান করা শুরু করে, তবে বাংলাদেশের আর সবার মতই তারও সুযোগ থাকবে।'
অভিষেকের পর ১৪৯টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ওয়ানডেতেই বেশি উজ্জ্বল ছিলেন সৌম্য। ৬১ ওয়ানডে খেলে ৩২.১৪ গড় আর ৯৭.৩৫ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৬৮ রানে থেমে আছে তার ক্যারিয়ার। বাংলাদেশের হয়ে কমপক্ষে ২০ ওয়ানডে খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সৌম্যের স্ট্রাইকরেটই এখনো সেরা।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: