ঢাকা | সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আড়াই'র আগেই থামল বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৩ ০১:৪৯

সাকিব-লিটনরা নামের প্রতিটি সুবিচার করতে পারেনি। ফাইল ছবি সাকিব-লিটনরা নামের প্রতিটি সুবিচার করতে পারেনি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের কাউন্ট্রি গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি তামিম ইকবালের। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ। যদিও শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। বাকিদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে লড়াই করেন নাজমুল শান্ত। 

তবে ইনিংসটা লম্বা করতে হয়েছেন ব্যর্থ। এরপর বার্থডে বয় মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ভর করে মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২৪৬ রানে। ফলে জয়ের জন্য আইরিশদের প্রয়োজন ২৪৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিকুর রহিম। নাজমুল শান্ত'র ব্যাট থেকে আসে ৪৪ রান। আয়ারল্যান্ডের পক্ষে জস লিটন নেন ৩ উইকেট। 

টস হারে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই হারায় লিটন দাসের উইকেট। আরেক ওপেনার তামিম ইকবালও ফিরে যান দ্রুত। দারুণ শুরু করেও সাকিবের ইনিংস থেমে ২০ রানে। শুরুর পঞ্চাশ রানে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে বাংলাদেশ। সেই চাপ নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয় কাটানোর চেষ্টা করেন।

দু'জনে সেট হয়ে বাংলাদেশকে পার করায় একশ রানের গণ্ডি। এরপরেই খেই হারান শুরুর চাপ সামাল দেওয়া নাজমুল শান্ত। ৭ চারে এই বাঁহাতি করেন ৪৪ রান। অন্যদিকে সেট হয়ে উইকেট দিয়ে এসেছেন হৃদয়ও (২৭)।তাতেই আবারো চাপে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গ দেন মিরাজ। তবে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেনি মিরাজ।

৪ চারে ফিরেন ২৭ রান করে। বাকিরা ইনিংস লম্বা করতে না পারলেও, একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ততক্ষনে বাংলাদেশ পেরোয় দুইশ রানের গণ্ডি। হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি মুশফিকের ইনিংস। ৬ চারে ফিরেন ইনিংস সর্বোচ্চ ৬১ রান করে। শেষ দিকে শরিফুল ইসলামের ১৬ ও তাইজুল ইসলামের ১৪ রানে ভর করে, ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।