ইংল্যান্ডের উইকেটে তাসকিনকে মিস করছেন হাসান
প্রকাশিত: ১০ মে ২০২৩ ১৭:৩৯

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের সবুজ পিচে সজীবতা দেখিয়েছে বাংলাদেশের পেস ইউনিট। আয়ারল্যান্ড ব্যাটারদের বুকে ভয় ধরিয়েছিল পেসাররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৬.৩ ওভারে আয়ারল্যান্ড করেছে মাত্র ৬৫ রান। আইরিশদের বিপক্ষে এমন উইকেটে তাসকিনকে মিস করেছেন সতীর্থ হাসান মাহমুদ।
নিজেদের পেস ইউনিট নিয়ে হাসান মাহমুদ বলেন, 'আমি ও শরিফুল ভালো শুরু করেছি। আমরা দুজনই ইনজুরিতে ছিলাম কিছু সময় ধরে। এখন দুজনই ফিট আছি। তাসকিন ভাই এখন ইনজুরিতে আছেন, উনি সামনে ফিরে আসবেন ইনশাল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে।'
বাংলাদেশ ম্যানেজম্যান্ট বর্তমানে বড় ভরসা রাখে পেসারদের প্রতি। সকলের আস্থার প্রতিদান মাঠের ক্রিকেটে দিচ্ছেন হাসান-শরিফুলরা। নিজেদের ভালো সময়ে গুরুকে কৃতিত্ব দিতে ভুলেননি হাসান।
পেস বোলারদের উত্থানে ডোনাল্ডকেও কৃতিত্ব দিয়ে হাসান বলেছেন, 'আমাদের পেস বোলিং গ্রুপ খুবই ভালো করছে। এখানে ইংলিশ কন্ডিশনে ভালো অ্যাকুরেসির সঙ্গে ভালো শেইপে আছে। এর পেছনে বলতে গেলে অ্যালান ডোনাল্ডের অনেক পরিশ্রম আছে বটে। উনি আমাদেরকে তার অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করেন যে কীভাবে কী করলে ভালো হয়। সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। পরামর্শগুলো আমাদেরকে অনেক সহায়তা করে।'
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: