গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব নয়: তাসকিন
প্রকাশিত: ২৪ মে ২০২৩ ০৪:১৫

নট আউট ডেস্কঃ ইনজুরি তার নিত্য সঙ্গী। চোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অংসখ্যবার ফিরেছেনও মাঠে। গত মার্চেই দারুণ ছন্দে থাকা এই পেসার আবারো পড়েছেন ইনজুরি। এখন সেটারই চলছে পুনর্বাসন প্রক্রিয়া। বলছিলাম টাইগার তারকা পেসার তাসকিন আহমেদের কথা। সামনেই ঘরের মাঠে আফগান সিরিজ। তার আগেই নিজেকে পুরোদমে ফিট করতে মরিয়া ঢাকার এই পেসার। দিনকয়েক হয়েছে ফিরেছেন বোলিংয়ে।
চলতি বছরেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় মঞ্চ, তার আগে তাসকিনকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। এই ইনজুরিতে ২০১৯ বিশ্বকাপে খেলা হয়নি তাসকিনের। সেদিনের সেই কান্না এখনও দাগ কাট টাইগার সমর্থকদের মনে। তাই এই পেসারের সুস্থ থাকা নিয়ে এবার একটু বাড়তিই সর্তক সবাই।
আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। সেখানেই তিনি বলেছেন, ‘চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।’
‘নিজের ওয়ার্ক-এথিকস, প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রক্রিয়ার মধ্যে আছি। একটা আত্মবিশ্বাস থাকে যে আমি নিজের শতভাগ দিচ্ছি এ ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’ যোগ করে বলেছেন তিনি।
যদিও তাসকিন মনে করেন গা বাঁচিয়ে খেলা তার পক্ষে সম্ভব নয়। তাই চোটকে সঙ্গী বানিয়েই ছুটতে চান বাইশ গজে। লাল-সবুজ জার্সিটাই এই পেসারের কাছে গর্বের। তিনি বলেছেন, ‘আরেকটা জিনিস যেটা, গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আর আমি তো ফাস্ট বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার।’
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: