রিয়াদের হজ পালন; আফগান সিরিজে না থাকলেও থাকবেন বিশ্বকাপ পরিকল্পনায়
প্রকাশিত: ৩০ মে ২০২৩ ০০:৩৪

নট আউট ডেস্ক: জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাসের অধীনে আফগানিস্তান সিরিজর আগে প্রি-ক্যাম্প শুরু করেছে ক্রিকেটাররা৷ এই অনুশীলন পর্বে থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ৷ হজ পালনের জন্য আগামী ২২ জুন থেকে ছুটিতে থাকবেন তিনি৷
প্রি-ক্যাম্পে না থাকলেও বিশ্বকাপ পরিকল্পনায় থাকবেন রিয়াদ৷
সোমবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে জালাল ইউনুস জানালেন, এটা (হজ) একটা সেনসিটিভ ইস্যু। এখানে সবাইকে বিবেচনা করতে হবে, কম্প্রোমাইজের ব্যাপার আছে। আমি মনে করি, হজ পালন করা আমাদের জন্য ফরজ। যেহেতু সে (রিয়াদ) একটি ফরজ কাজ করতে যাচ্ছে, এখানে অবশ্যই আমাদের সাপোর্ট দিতে হবে।
তিনি আরও যোগ করেন, সিলেকশন হবে কি হবে না, সেটা সিলেক্টরাই বলে দেবে। তবে আমি মনে করি, এটার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: