ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

‘দুই’ নতুন মুখ নিয়ে আফগান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৩ ০০:২৭

ডাক পেয়েছেন দিপু। ছবি: বিসিবি ডাক পেয়েছেন দিপু। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দলে নতুন মুখ দুইজন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শাহাদাৎ হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে টেস্টে পাচ্ছে না বাংলাদেশ সেটা অনুমেয়ই ছিল৷ তাই সাকিবের পরিবর্তে ডেপুটি লিটন দাসের উঠেছে নেতৃত্বের ভার। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। 

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একটি মাত্র টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে ঘরের মাঠে স্পিন উইকেট বানিয়ে সেই ফাঁদে নিজেরাই পড়েছিল টাইগাররা। এবার তাই সে পথে হাঁটছে না বাংলাদেশ, তা খানিকটা আঁচ করাই যায়। কেননা ১৬ জনের স্কোয়াডে রাখা হয়েছে ৫ স্পেশালিষ্ট পেসার।

বাংলাদেশ দল: লিটন (অধিনায়ক), তামিম, জাকির, শান্ত, মুমিনুল, মুশফিক, শাহাদাত দিপু, মাহমুদুল জয়, মিরাজ, তাইজুল, তাসকিন, এবাদত, খালেদ, শরিফুল, মুশফিক হাসান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।