ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পিঠের পুরনো ব্যথা বেড়েছে তামিমের, জেগেছে শঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৩ ০৪:১২

তামিম ইকবাল। ফাইল ছবি তামিম ইকবাল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। দল হিসেবে টাইগার্সরা দারুণ ছন্দে থাকলেও, ব্যাট হাতে ছন্দ হারিয়েছেন খান সাহেব। বিশেষ করে কচ্ছপ গতির স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের জন্য প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। এর সঙ্গে একের পর এক ইনজুরি যেন পিছু ছাড়ছে না তামিম ইকবালের। 

চোটের কারণেই গত এক বছরে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ মিস করতে হয়েছে তামিমকে। এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য যখন দল প্রস্তুতিতে ব্যস্ত, তখনই ফের চোটে পড়েছেন এই ড্যাশিং ওপেনার। পিঠের পুরোনো ব্যথায় ভুগছেন তিনি।

পিঠের পুরনো ব্যথাটা বাড়ায় শঙ্কা জাগছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের খেলা নিয়েও। এমনকি গত বৃহস্পতিবার তিনি অনুশীলন করেননি। শুক্রবার এবং আজ (শনিবার) এই দুই দিন দলের ছুটি থাকায় তামিমের বর্তমান অবস্থাও জানা যায়নি। 

এদিকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার কথা বলেছেন দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে। আলাপকালে তিনি বলেন, ‘তামিমের পুরনো ব্যাকপেইন (পিঠের ব্যথা) আছে। এই ব্যথা মাঝে মাঝে বাড়ে। আবার ঔষধ খেলে কমে। এভাবে চলে তার।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমকে পাওয়া নিয়েও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি দেবাশীষ চৌধুরী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট মিস হবে কি না? এটা তো এখনই বলা যাচ্ছে না। এখনও ৩/৪দিন বাকি আছে। এর মধ্যে হয়তো সব ঠিক হয়ে যাবে।’

‘এখনও ম্যানেজমেন্টের কাছ থেকে আমাদের কাছে কিছু জানতে চায়নি। এমনকি এখনও আমাদেরকে তার ব্যপারে মন্তব্য করতে বলেনি। তবে, ব্যাথা না থাকলে খেলতে পারবে। এর আগেও তামিম এই ব্যথা নিয়ে খেলেছে। আশা করি খেলতে পারবে।’ যোগ করে বলেছেন তিনি।

 

-নট আউট/টিএ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।