মিরপুরের উইকেট নিয়ে আত্মবিশ্বাসি আফগান অধিনায়ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ০০:৩৮

নট আউট ডেস্ক: সাদা পোষাক! বাংলাদেশ-আফগানিস্তান৷ অতীতে মুখোমুখি হয়েছে মাত্র একবার৷ সেবার ঘরের মাঠেই হেরেছিল স্বাগতিক বাংলাদেশ৷
চার বছর পর আবারও বাংলাদেশে আফগানিস্তান৷ সফরকারী দলে নেই রশিদ খান৷ তবুও বাংলাদেশ করছে সমীহ৷ অপরদিকে মিরপুরের পিচ নিয়ে ভাবছেন না আফগানিস্তান অধিনায়ক৷
মিরপুরের পিচ এবার কিছুটা ব্যতিক্রম৷ বাইশ গজে মিলেছে ঘাসের দেখা৷ যদিও ম্যাচের আগে কেটে ফেলা হবে অনেকটা৷ তবুও শুরুর দিনে পেসাররা পেতে পারে বাড়তি সুবিধা৷
উইকেট নিয়ে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেছেন,, 'আমরা আজকে পিচ দেখেছি। তারা এটি কিছুটা সবুজ তৈরি করেছে। দ্যাটস ফাইন ফর আস। আমাদের ভালো পেসার আছে, ভালো স্পিনারও আছে। আমরা নিজেদের শক্তিমত্তা নিয়ে চিন্তা করব যে, আমাদের কী আছে, কী নিয়ে কাজ করতে হবে। আমরা যে কোনো কিছুর প্রস্তুত আছি।'
উল্লেখ্য: আগামী ১৪ জুন সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান৷
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: