তিন-চারজন পেসারের একাদশ সাজাবে বাংলাদেশ!
প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ০১:২৬

নট আউট ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের যে দলটি ঘোষণা করেছে বাংলাদেশ, সেখানে দলে রাখা হয়েছে ৫ পেসারকে। সাধারণত ঘরের মাঠে এতো পেসার স্কোয়াডে বাংলাদেশ না রাখলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। আর পেসারদের কথা ভেবেই উইকেটে রাখা হয়েছে ঘাস।
আফগানিস্তানের বিপক্ষে গতবার চট্টগ্রামে স্পিন উইকেট বানিয়ে, নিজেদের ফাঁদেই পড়েছিল বাংলাদেশ। মিরপুরে তাই উইকেটে ঘাস রেখে সফরকারীদের খানিকটা চমকে দেওয়ার ইঙ্গিতই দিয়েছে বাংলাদেশ। যে কারণে একমাত্র টেস্টের বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে তিন থেকে চারজন পেসার!
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সেই আভাসই দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘আমাদের ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যেকোনো সময় সুযোগ দিতে পারি। ফাস্ট বোলিং বিভাগ এখন খুবই ভালো করছে। কে জানে, আমরা আগামীকাল হয়তো ৩-৪ জন পেসার নিয়ে দল সাজাতে পারব।’
মিরপুরের উইকেট যে শুধু পেসারদেরই সাহায্য করবে এমন নয়। সাকিব না থাকলেও উইকেট থেকে যেন বাড়তি সুবিধা আদায় করতে পারেন মিরাজ-তাইজুলরা সেভাবে উইকেট প্রস্তুত করার ইঙ্গিত দিয়েছেন হাথুরু।
তিনি আরও বলেছেন, ‘দেখুন, আমাদের এখন ফাস্ট বোলার আছে। পেসারদের সুবিধা হয়, এমন উইকেট তাদের দিতে হবে। এই উইকেট সবুজ থাকবে না। গরমে খুব দ্রুতই উইকেটের চরিত্র বদলে যেতে পারে। এখানে সবার ভালো করার সুযোগ থাকবে।’
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রয়েছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও প্রথমবার ডাক পাওয়া মুশফিক হাসান। ইনজুরি নিয়ে খানিকটা সংশয় থাকলেও একাদশে দেখা যেতে পারে তারকা পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গে জুটি বাঁধবেন আরেক পেসার ইবাদত হোসেন। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ পেসার মুশফিক হাসানও রয়েছেন একাদশে থাকার দৌড়ে।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: