ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

দেখার জন্যই জাতীয় দলে নাঈম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ১৫:৫৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করেছিলেন নাঈম শেখ৷ ঘরোয়া লিগে ধারাবাহিক রানে আবারও সুযোগ পেয়েছেন জাতীয় দলে৷ নাঈমের সামর্থ্য দেখার জন্যই সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে৷

নাঈমকে দলে নেওয়ার প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেটে (ডিপিএল) নাঈম সর্বোচ্চ রান করেছে। গত দুই মৌসুমে সে রান করেছে। রনিকে আমরা টি-২০ বিবেচনায় রেখেছি। তাকে আমি টি-২০ দলে ডেকেছি এবং সে দেখিয়েছে, টি-২০ ফরম্যাটে কী করতে পারে। এবার নাঈমকে যদি আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচে সুযোগ দিতে পারি তাহলে তাকে দেখার সুযোগ মিলবে।’

এর আগে নাঈমকে ফেরানো প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, 'ঢাকা প্রিমিয়ার লিগের রান করেছে (নাঈম), ফর্মে আছে। রনি যেহেতু টি-টোয়েন্টি খেলবে, এজন্য আমাদের এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে, তারপর নিউজিল্যান্ডের আগে তো এই একটাই জায়গা আছে দেখার জন্য। তো এখানে আমরা ওপেনার দুটাকে ব্যালেন্স করছি। এজন্য আমরা একটু পরিবর্তন করেছি।'

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।