ঈদ উপভোগ করে সাগরিকায় বাংলাদেশ দল
প্রকাশিত: ২ জুলাই ২০২৩ ১৫:১১

নট আউট ডেস্কঃ দরজার কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫ জুলাই থেকে গড়াবে সিরিজটি। সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হবে রোববার টাইগারদের অনুশীলনে নামার মধ্য দিয়ে।
আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের সুখস্মৃতি নিয়ে শনিবার সাগরিকায় উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকা ছাড়ার আগে সংবাদমাধ্যমের সামনে আসেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
টেস্টে ভালো করার পর ওয়ানডেতেও সিরিজ জয়ের আশা টাইগার এই বোলারের।
তাসকিন ভলেন, ‘ইনশাল্লাহ ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে ব্যাক ইন বিজনেস। আশা করছি, সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ‘সব দলই বর্তমানে চ্যালেঞ্জিং। আল্টিমেটলি সবার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। ইনশাল্লাহ আমরা প্রস্তুত, আশা করি ভালো কিছু হবে।’
শনিবার ঢাকা ছেড়েছেন সাদা বলের ক্রিকেটাররা। দলের বাকিরা একসঙ্গে ঢাকা ছাড়লেও মাগুড়া থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে রাতে।
আর ওয়ানডে দলপতি ইতোমধ্যেই ছুটিতে রয়েছেন চট্টগ্রামেই। সেখান থেকেই আগামীকাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
-নট আউট
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: