২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগান ম্যাচ
প্রকাশিত: ৩ জুলাই ২০২৩ ১৬:১০

নট আউট ডেস্কঃ আগামী বুধবার থেকে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল।
চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ সিরিজের ম্যাচগুলো মাত্র ২০০ টাকায় টিকিট কেটে দেখতে পারবেন দর্শকরা। তবে সর্বোচ্চ টিকিটের দাম ১৫০০ টাকা।
রোববার এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সবচেয়ে বেশি ১৫০০ টাকা। ৩০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড এবং ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।
সাগরিকা টিকিট কাউন্টার এবং এমএ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে ম্যাচের দুই দিন আগে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ম্যাচের দিনও টিকিট কেনা যাবে।
৫ জুলাই বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৮ জুলাই দ্বিতীয় ম্যাচ এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচ।
-নট আউট
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: