ছিটকে গেলেন নাভিন, ডাক পড়ল মাসুদের
প্রকাশিত: ৯ জুলাই ২০২৩ ০৩:৩৬

নট আউট ডেস্কঃ স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে রীতিমতো দাপট দেখাচ্ছে আফগানিস্তান দল। এর মাঝে টি-টোয়েন্টি সিরিজের আগে দুঃসংবাদ শুনল রশিদ খানের দল। বাংলাদেশ সফরে আসার আগেই চোটে পড়েছেন পেসার নাভিন উল হক। তার বদলি হয়ে তাই বাংলাদেশ সফরে আসছেন আরেক পেসার নিজাত মাসুদ।
হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারবেন না নাভিন উল হক। হাঁটুর অস্ত্রোপচার করতে নাভিনকে পাঠানো হবে যুক্তরাজ্যে। এক বিবৃতিতে শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি করেছে নিশ্চিত।
ছিটকে যাওয়া নাভিনের পরিবর্তে আফগানরা দলে ডেকেছে নিজাত মাসুদকে। এর আগে এর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম বলেই উইকেট নিয়ে গড়েছিলেন রেকর্ড। এবার নাভিনের চোটে কপাল খুলেছে তার।। এর আগে আফগানদের রিজার্ভ স্কোয়াডে ছিলেন নিজাত। যদিও গত বছরও বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। সেবার অবশ্য খেলার সুযোগ না হলেও, জুনে জিম্বাবুয়ে সফরে অভিষেকের পর দল থেকে বাদ পড়েন নিজাত মাসুদ।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সেদিক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমর জাই, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ এবং মুজিব উর রহমান।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: