আফগান স্পিন অ্যাটাক বিশ্বমানের: পোথাস
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩ ০১:২৪

নট আউট ডেস্কঃ এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাতেই দীর্ঘ ৯ বছর পর আবারো ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জার মুখে বাংলাদেশ। ২০১৪ সালে সবশেষ শ্রীলঙ্কার কাছে ধবলধোলাইয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। এরপর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ড যেটা করে দেখাতে পারেনি; আফগানদের সামনে এবার সেই সুযোগই দিচ্ছে ধরা।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ভরাডুবির পর, সাদা বলের ক্রিকেটে আগে যে বেশ ভালোই প্রস্তুতি নিয়ে এসেছে সেটা মাঠের ক্রিকেটেই দেখা যাচ্ছে স্পষ্ট। যার নেপথ্যে আফগান স্পিন বোলিং অ্যাটাক। রশিদ খান, মোহাম্মদ নাবী, মুজিব উর রহমানদের সামনে প্রথম দুই ওয়ানডেতে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা, গুটিয়ে যায় দুইশ পার করার আগেই।
ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের ছন্দপতনটা হয়েছে হঠাৎ করেই। স্বাভাবিকভাবেই গুমোট পরিবেশ বিরাজ করছে ক্রিকেটারদের মাঝে। মঙ্গলবার হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে নামছে সাকিব-লিটনরা। তার আগে সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফগান বোলিং অ্যাটাককে বিশ্বমানের আখ্যা দিয়েছেন এই টাইগার কোচ। এমনকি কোনো রকম দ্বিধা ছাড়াই বাংলাদেশের চেয়ে আফগান বোলিংকেই এগিয়ে রাখলেন তিনি। পোথাস বলেন, ‘সত্যি বলতে বর্তমানে বিশ্বের সেরা স্পিন অ্যাটাক আফগানিস্তানের। তাদের তিন স্পিনার সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলে।
‘এখন সারা বিশ্বেই খেলে বেড়াচ্ছে। তাদের মতো খেলোয়াড় থাকা একজন অধিনায়কের স্বপ্ন। তবে এই চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের জন্য সুবিধার। কারণ এটা আমাদের আরো ভালো করে তুলবে। এই লেভেলের স্পিন মোকাবেলা করার পর আপনি যে কাউকে মোকাবেলা করতে পারবেন।’ যোগ করে বলেছেন পোথাস।
এদিকে সিরিজ হারলেও এর থেকেই ইতিবাচক দিক খুঁজলেন পোথাস। তিনি আরও বলেছেন, ‘বিশ্বের আর কোনো দলেই এই মানের ৩ স্পিনার নেই। তাই বলব এই প্রস্তুতিটা আমাদের জন্য খুবই উপকারী। র্যাংকিংয়ে তারা কত সেটা বড় বিষয় নয়। আমি মনে করি বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে এই তিনজন আছে। আমরা এটাকে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি।’
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: