টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ২৩:৪০

নট আউট ডেস্কঃ আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যেই প্রথম টি-টোয়েন্টির টস অনুষ্ঠিত হয়েছে। যেখানে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সাকিবের বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিও রেকর্ড তেমন একটা ভালো নয় বাংলাদেশের। দুই দলের মুখোমুখি ৯ দেখায় ৬টিই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টিতে।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, মুজিবুর রহমান ও ফরিদ আহমেদ।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: