ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এমন সিরিজ জয় আরও আত্মবিশ্বাস জোগাবে: সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ১৫:৫৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: এমন সিরিজ জয় সামনের দিকে ভালো করতে আরও আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন সাকিব আল হাসান। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অবশ্যই এটা অনেক স্বস্তির, যখন আমরা যেসব করার চেষ্টা করছি, সেসব কাজে আসে বা কাজে লাগে, কিংবা পরিকল্পনাগুলোর প্রতিফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলও হচ্ছে, তখন এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা, দলের হয়ে অবদান রাখার চেষ্টা করা এবং দল হিসেবে খেলার, সেটি আমরা চেষ্টা করছি।

সাকিব বলেন, অবশ্যই ভালো লাগছে। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো রেকর্ড ছিল না এই সিরিজের আগে। যেহেতু এ রকম সিরিজ জিততে পারলাম, বিশেষ করে এ রকম কন্ডিশনে, আমার কাছে মনে হয় এই জয় আমাদের সামনের দিকে আরও প্রেরণা জোগাবে ভালো ফলের জন্য।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।