ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩ ১৮:৪৯

নট আউট ডেস্কঃ র্যাঙ্কিংয়ের উপরের সারির দলগুলোর মধ্যে একমাত্র নিউজিল্যান্ডেই ধারাবাহিক সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ধারাবাহিকতায় চলতি বছরও কিউই সফর করবে টাইগাররা। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) থাকা সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।
সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। যদিও এর আগে অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে কিউইরা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা।
আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে আগামী ২০ ডিসেম্বর নেলসনে এবং আগামী ২৩ ডিসেম্বর নেপিয়ারে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ আগামী ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শুরু মাউন্ট মঙ্গানুইয়ে।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: