কোচের চাওয়াতে নেই রিয়াদ, ঝুলছে ভাগ্য
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩ ২০:৩৪

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীতনট আউট ডেস্ক: বিসিবির বিশ্রামজালে পড়ে সবশেষ তিন সিরিজে দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ৷ তবে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ফিটনেস ক্যাম্পে রয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার৷ যা স্বস্তি দিয়েছিল ভক্তদের৷ তবে এবার উঠেছে গুঞ্জন৷
দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে উঠে এসেছে, কোচের চাওয়াতে নেই রিয়াদ৷ এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে রাখেননি রিয়াদের নাম৷
বিজ্ঞাপন

undefined
আনফিট ও দুর্বল ফিল্ডারের জায়গা নেই হাথুরুসিংহের দলে। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে কোচ সাফ জানিয়ে দেন, এবার ফিল্ডিংয়ের ওপর জোর দেবেন তিনি। অর্থাৎ ফিল্ডিংয়ে তুখোড় ক্রিকেটারকে দলে চাওয়া তাঁর। যে কারণে ইংলিশদের বিপক্ষে কাঙ্ক্ষিত মানের ফিল্ডিং না পাওয়ায় রিয়াদকে বাদ দেওয়া হয়।
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: