শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন তাসকিন
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩ ২০:৪৯

নট আউট ডেস্কঃ দেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। এর পরেই রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই বছর আগে চালু হয়েছে এই সম্মাননা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিয়ে আসছে। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সফল এই ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে আজ তৃতীয়বারের মত প্রদান করা হলো এই পুরস্কার।
শনিবার (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ ক্রীড়াবিদ ও দুই প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খেলোয়াড় হিসেবে এবার পুরস্কার পেয়েছেন টাইগার তারকা পেসার তাসকিন আহমেদ। এছাড়া ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পান আতাহার আলী খান। পুরস্কার হিসেবে প্রত্যককে এক লক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।
জাতীয় পুরষ্কার পেতে তাসকিন আহমেদ বলেছেন, ‘সারপ্রাইজ হই নি। খুবি গর্বিত যে প্রথমবারের মতো জাতীয় পুরষ্কার পেলাম, তাও আবার মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। আল্লাহ যাতে চায়, সামনে যেন আরও পেতে পারি।’
উল্লেখ্য ক্রীড়া সংগঠক হিসেবে গত বার সম্মাননা পেয়েছিলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এছাড়া সেরা ক্রীড়াবিদের পুরষ্কার লিটন দাস ও উদীয়মান ক্রীড়াবিদের পুরষ্কার পেয়েছিলেন শরিফুল ইসলাম।
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: