টাইগারদের প্রস্তুতিতে ‘নিষিদ্ধ’ সংবাদমাধ্যম
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩ ০৫:২৭

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল শনিবার সকালেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই এশিয়া কাপকে সামনে রেখে আগামী চার দিন অর্থাৎ ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট রুদ্ধদ্বার অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে টাইগারদের অনুশীলন কাভার করার অনুমতি থাকছে না সাংবাদিকদেরও।
বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই বিধিনিষেধের কথা। তবে ছবি তোলা ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ক্যামেরাপার্সন এবং ফটোজার্নালিস্টদের সুযোগ রয়েছে অনুশীলন কাভার করার। তাতেও অবশ্য সময়সীমা বেধে দিয়েছে বিসিবি। প্রতিদিন ১৫ মিনিট করে ছবি ও ভিডিও করার সুযোগ পাবেন সাংবাদিকরা।
এই কয় দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি। চারদিনের অনুশীলনের শেষদিন ১৭ আগস্ট গণমাধ্যমের সামনে কথা বলবেন দলের একজন প্রতিনিধি।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। সব ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। গ্রুপপর্বে সাকিবরা দুটি ম্যাচ খেলবে দুই দেশে, শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: