কিউইদের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩ ২০:৪৬

নট আউট ডেস্কঃ সপ্তাহ দুয়েক বাদেই শুরু এশিয়া কাপ। এরপরেই ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বড় দুই দুই ইভেন্টকে সামনে রেখে দম ফেলার সময় নেই বাংলাদেশ দলের। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের ব্যস্ততার মাঝেই ঘরের মাঠে নিউজিল্যান্ড দলকে আতিথ্য দেবে টাইগাররা।
বিশ্ব মঞ্চে নামার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেই নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা সারবে সাকিব-তাসকিনরা। প্রায় এক দশক পর ওয়ানডে সিরিজ খেলতে এই বাংলায় আসছে কিউইরা। এই বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই সিরিজের সূচিও প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর বিশ্বকাপ খেলতে দু'দলই উড়াল দেবে ভারতে। বিশ্বকাপ শেষে ফের বাংলাদেশ সফর করবে কিউইরা। দ্বিতীয় দফায় সাকিবদের বিপক্ষে দুটো টেস্ট খেলবে কেন উইলিয়ামসনরা।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
এছাড়া বিশ্বকাপ মিশন করে নিউজিল্যান্ড দল ফের আসবে বাংলাদেশ সফরে। মূল সিরিজ শুরুর আগে আগামী ২৩ ও ২৪ নভেম্বর একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২৮ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: