ফিরবেন তামিম, রিয়াদ প্রশ্নে কৌশলী নির্বাচক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ ২২:২০

নট আউট ডেস্কঃ আসন্ন এশিয়া কাপ স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ রিয়াদ৷ অপরদিকে তামিম ইকবালও নিজেকে সড়িয়ে নিয়েছেন৷ দুই অভিজ্ঞ সদস্য ছাড়াই মিশনে যাবে বাংলাদেশ দল৷
দীর্ঘ সময় জাতীয় দলকে সার্ভিস দেওয়া এই দুই ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন৷ বিশ্বকাপের আগেই তামিমের ফেরা নিয়ে তিনি আশাবাদী৷ তবে রিয়াদ প্রশ্নে আবারও তিনি কৌশলী৷
শনিবার তামিম ইকবাল প্রসঙ্গে বাশার বলেন, 'তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার।'
তামিমের মতোই অভিজ্ঞ মাহমুদউল্লাহও। হাবিবুলকে এই বিষয়টি মনে করিয়ে দিলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, 'আমার মনে হয় প্রশ্নটা এর আগে অনেকবার করা হয়েছে। এই প্রশ্নটা এর আগে অনেকবার ক্লিয়ারও করা হয়েছে। খুব ভালো হয় আমাদের এখন যে এশিয়া কাপের দল আছে সেই দল নিয়ে ভাবি। সেই দল নিয়েই পরিকল্পনা করি।
উল্লেখ্য: আগামী ২৭ আগষ্ট এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের৷
-নট আউট/এমআরএস/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: