ড্রেসিংরুমে প্রত্যাবর্তন হচ্ছে সুজনের
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩ ২১:১২

'আমি বিসিবির কর্মকর্তা না যে, এখানে আমার কাজ করতেই হবে। তবে বোর্ড যদি চায় জাতীয় দলের ড্রেসিংরুমে থাকতে হবে— আমি থাকব, না চাইলে না'- চলতি মাসের শুরুতে এমন কথা বলেছিলেন খালেদ মাহমুদ সুজন৷
জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব লম্বা একটা সময় সামলিয়েছেন সুজন৷ চন্ডিকা হাথুরুসিংহে আবারও দায়িত্বে ফেরার পর এই পদ রাখেনি বিসিবি৷ তবে আসন্ন এশিয়া কাপে পর্যবেক্ষক ও বিশ্বকাপে তিনি টিম ডিরেক্টর হিসেবে থাকবেন বলে জানা গেছে৷ খবর যুগান্তরের৷
রোববার বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেছে সাবেক এই অধিনায়ককে। স্পিনারদের নেট দেখার পাশাপাশি কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করেন সুজন।
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: