অলরাউন্ডারদের বাবা সাকিব
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩ ০৩:২৭

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীতনট আউট ডেস্ক: অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বড় দুই আসরকে সামনে রেখে অনেক সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা নিজেদের মতামত প্রকাশ করছেন। যেখানে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব আল হাসান।
বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের নিয়ে আকাশ চোপড়া নিজের পেজে ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খান, সাকিব আল হাসানদের নিয়ে আলোচনা করেন। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়েই তিনি বলেন, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।
বিজ্ঞাপন

undefined
সাকিব প্রসঙ্গে আকাশ চোপড়া তার ভিডিওতে বলেন, ‘সাকিব তো অলরাউন্ডারদের বাবা এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে বুঝিয়ে দিয়েছিল ওই বিশ্বকাপটা তার।’
মূলত, গত এক বছরের সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এমন মন্তব্য করেন আকাশ চোপড়া। গত এক বছরে ৯টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ৩৩১ রানের পাশাপাশি ১৬টি উইকেট পেয়েছেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সই প্রমাণ করে আকাশ চোপড়া টাইগারদের সেরা ক্রিকেটারকে নিয়ে সঠিক মন্তব্যই করেছেন।
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: