টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৬

নট আউট ডেস্কঃ মিরপুরে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচেই টস ভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক লিটন দাসের। আর টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সবশেষ ৭ দেখায় শতভাগ জয়ের রেকর্ড নিয়েই মাঠে নামছে টাইগাররা।
চোট কাটিয়ে আফগান সিরিজের পর বাংলাদেশ দলে ফিরেছেন তারকা ওপেনার তামিম ইকবাল। নাটকীয়তার অবসান ঘটিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বিশ্রামে থাকায় এই সিরিজের দলে নেই সাকিব-মুশফিকরা। তাতেই একাদশে ফিরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও। এদিকে এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রাবিন্দ্রা, কোলে ম্যাকঞ্জি, ইশ সোধি, কাইল জেমিসন, লুকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: