পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ১ম ওয়ানডে
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৩

নট আউট ডেস্কঃ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের প্রথম ওয়ানডে। বাংলাদেশ সময় রাত ৮-২৬ মিনিটের দিকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। কয়েক দফা বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছিল কার্টেল ওভারে। কিন্তু ঢাকার বেরসিক বৃষ্টি শেষ পর্যন্ত ডুবিয়ে দিয়েছে প্রথম ওয়ানডে।
এদিন টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে প্রায় ঘণ্টা দুই বন্ধ থাকে খেলা। তাতেই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। এরপর মোস্তাফিজ ও নাসুমের তোপে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান সংগ্রহ করতে পারে কিউইরা। এরপরেই ম্যাচে হানা দেয়। থেমে থেমে বৃষ্টিতে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হলো প্রথম ওয়ানডে। ফলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিত্যক্ত হওয়া মাত্র দ্বিতীয় ওয়ানডে এটি।
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: