ভিডিও বার্তায় সব জানাবেন তামিম
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪০

নট আউট ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ফিরেছিলেন তামিম৷ ব্যাট হাতে খেলা এক ম্যাচে করেছিলেন ৪৪ রান৷ এই রানে ভর করে সকলে বিশ্বাস করেছিল তামিম বিশ্বকাপ দলে ফিরবেন৷
অবসর আর ইনজুরি কাটিয়ে ফেরা তামিমের সুযোগ হয়নি বিশ্বকাপ দলে৷ দল ঘোষণার আগে ও পরে তামিম কেন্দ্রিক অনেক ঘটনা ঘটেছে৷ সবকিছু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি৷
ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।
তিনি আরও লিখেছেন, গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: