সাকিবদের সাহস দিতে ভারত যাচ্ছেন পাপন
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩ ০৮:২৫

নট আউট ডেস্কঃ বিশ্বকাপে ভালো নেই বাংলাদেশ দল। টানা হারে আত্মবিশ্বাস নেই ক্রিকেটারদের মধ্যে। কোচিং প্যানেল, ক্রিকেটারদের পারফরম্যান্স ইস্যুতে গরম আবহাওয়া ক্রিকেট পাড়ায়। এসবের মাঝেই ভারত যাচ্ছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। খবর এক জাতীয় দৈনিকের।
ক্রিকেটের জন্য পাপন নিবেদিত প্রাণ। বাংলাদেশ দলের খেলা থাকলে মাঠে দেখা যায় বিসিবি প্রধানকে। তবে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সাথে নেই তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তিনি। যার কারণেই দলকে সময় দিতে পারেননি। তবে খারাপ সময়ে উৎসাহ দিতে ভারত যাচ্ছেন।
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচের ভেন্যু কলকাতায়। ইডেন গার্ডেনে ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী, এই দুই ম্যাচ দেখতে কাল কলকাতা যাচ্ছেন বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তা।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: