সব বিদেশি কোচকে জানুয়ারি পর্যন্ত কাজ করার নির্দেশ বিসিবির
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩ ১৯:৫০

নট আউট ডেস্কঃ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছাড়া বাকিদের চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ নভেম্বর। তবে সকল কোচকে আগামী জানুয়ারি পর্যন্ত কাজ করার নির্দেশ দিয়েছে বিসিবি।
গুঞ্জন উঠেছিল বিশ্বকাপ শেষে হেড কোচ ও প্রধান সহকারী কোচ ছাড়া সকলকে ছেড়ে দিবে বিসিবি। তবে বিশ্বকাপ শেষে টানা সিরিজের কারণে আপাতত কোচ ছাটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড। ইতমধ্যে কোচদের প্রস্তাব দেওয়া হয়েছে।
৩০ নভেম্বরের পর হাথুরু আর পোথাস ছাড়া বাকিদের চুক্তি নবায়নটা নির্ভর করছে দু’পক্ষের সন্মতির ওপর। কোন এক পক্ষ না চাইলে আর হবে না। ২ পক্ষ উৎসাহী হলেই শুধু চুক্তি নবায়ন করা হবে।
বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বিশ্বকাপ শেষে কোচিং স্টাফের ৮ সদস্যর একজনকেও তাৎক্ষণিকভাবে চাকুরিচ্যুত করা হবে না।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: