বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩ ২২:২৬

নট আউট ডেস্কঃ বিশ্বকাপে ভরাডুবির পর আবারও নতুন মিশনে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রথম অ্যাসাইনমেন্টে ঘরের মাঠে কিউইদের আতিথ্য দেবে টাইগাররা। সিলেটে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথমটা।
প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে একশ টাকায় মাঠে বসেই দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। ওয়েস্টার্ন গ্যালারি ১০০ টাকা এবং গ্রিন হিল এরিয়ায় বসে ১০০ টাকায় উপভোগ করা যাবে ম্যাচ। এছাড়া ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ২০০ টাকা।
এদিকে ক্লাব হাউজ ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে হাজার টাকায়। আগামীকাল (২৬ নভেম্বর) থেকে মিলবে প্রথম টেস্টের টিকিট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের (এসআইসিএস) মেইন গেট লাক্কাতুরা এবং সিলেট জেলা স্টেডিয়াম (মেইন গেট) রিকাবী বাজারের টিকিট কাউন্টারে ম্যাচের আগের দিন বিকেল সাড়ে ৫টা থেকে ম্যাচের দিন সকাল ৯টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: