বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, চাকরি ছেড়ে দিচ্ছেন হেরাথ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩ ১০:১১

নট আউট ডেস্কঃ চলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এই টেস্টের তৃতীয় দিন আর্থ্যাৎ আজ চাকরির মেয়াদ শেষ হবে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। নতুন করে বিসিবির সাথে চুক্তি বাড়াবেন না তিনি, এমন খবরই শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়।
কোচ পরিবর্তন স্বাভাবিক ঘটনা। হেরাথের জায়গায় যে আসবে তার সাথেও ক্রিকেটাররা মানিয়ে নিতে পারবে বলে মনে করেন তিনি। টেস্টের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমন কথা।
হেরাথ বলেন, ‘আমি ছেলেদের সঙ্গে অনেকদিন কাজ করেছি। আসল ব্যাপার হলো নিজের দায়িত্ব বুঝতে পারা, নিজের শক্তির জায়গা চিহ্নিত করা। সেটা বুঝতে পারলেই নতুন কোচের অধীনে ছেলেরা ভালো করবে।’
নিজের কোচিং নিয়ে হেরাথ বলেন, ‘কোচ হিসাবে অনেক কিছু শেখার ছিল। আমি নিজের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগাভাগি করেছি। প্রতিটি দিনই শেখার। আশা করছি, তারা আমার কাছ থেকে কিছু না কিছু শিখে তার চর্চা করবে।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: