সিলেট টেস্ট জয়, পাপনের বাসায় ডিনারের নিমন্ত্রণ
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ২০:৩৬

নট আউট ডেস্কঃ সিলেট টেস্টে জয় তুলে নেওয়ায় ক্রিকেটারদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
টিটু জানিয়েছেন, সিলেট টেস্ট জেতায় খেলোয়াড়দের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি।
গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে চরম ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। উপমহাদেশের উইকেটে বিশ্বকাপ হওয়ায় সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখিয়ে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিশ্বকাপে সেমিফাইনালে খেলা তো দূরে থাক! ৯ ম্যাচের মধ্যে ৭টিতে হেরে সবার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সাকিব বাহিনী। শুধু তাই নয়, বাছাই পর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডসের মতো দুর্বল প্রতিপক্ষের সঙ্গেও জিততে পারেনি ‘টাইগার’ নামে খ্যাত এই ক্রিকেটাররা।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: