টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৩:৫৭

নট আউট ডেস্কঃ ডানেডিনে আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে প্রথম ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করবে।
বাংলাদেশের একাদশে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া আফিফ হোসেনের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়ও। তিনজনই সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত সেপ্টেম্বরে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে শেষবার খেলেছিলেন এনামুল, অন্য দিকে পাকিস্তানের বিপক্ষে আফিফ। এছাড়া দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই সবশেষ খেলেছিলেন সৌম্য।
অন্য দিকে স্বাগতিক নিউজিল্যান্ডের একাদশে এসেছে বিরাট পরিবর্তন। সবশেষ বিশ্বকাপ দলে থাকা অনেক তারক ক্রিকেটারই অনুমেয়ভাবে নাই একাদশে। তাতেই অভিষেক হচ্ছে জশ ক্লার্কসন ও উইলিয়াম ও’রুর্কের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়াং।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: