তামিম-হাথুরু; বিসিবির হৃদয়ে প্রাধান্য পাবেন কে?
প্রকাশিত: ২ মার্চ ২০২৪ ১১:০৫

নট আউট ডেস্কঃ বিপিএলে অধিনায়ক হিসেবে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে গুরুত্ব পেয়েছে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে। তামিমও জানিয়েছেন আমাকে ফেরাতে হলে আগে বেশ কিছু বিষয়য়ে পরিবর্তন আনতে হবে।
তামিম বলেছেন, একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়ত শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়ত দুই বছর খেলব। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে। এখনও যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না।
‘হাথুরুসিংহের অধীনে আর খেলবে না’, জাতীয় দলে ফেরা নিয়ে অনেক আগে এমনটাই বলেছিলেন তামিম। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন তামিম জাতীয় দলে খেলুক। এখানেই প্রশ্ন বিসিবি তামিমকে প্রাধান্য দিবে নাকি হাথুরুসিংহকে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: