অভিষেকের অপেক্ষায় থাকা আলিস ছিটকে গেলেন চোটে
প্রকাশিত: ২ মার্চ ২০২৪ ১২:১৪

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত বিপিএলে ৮ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এসময় ওভার প্রতি খরচ করেছেন ৭,১৭ রান। সিলেটের বিপক্ষে মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়ে দলকেও জিতিয়েছিলেন আলিস আল ইসলাম। ভিন্নধর্মী বোলিং অ্যাকশন আর পারফর্মের কারণে ডাক পেয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে। তবে চোটের কারণে ছিটকে গেলেন তিনি।
আলিসের ছিটকে যাওয়ার বিষয়টি বিসিবি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ।
বিসিবির সূত্র জানিয়েছে, 'আলিসের ফিট হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই দলের সঙ্গে সিলেটে যাচ্ছে না সে।' কুমিল্লার কোচের কণ্ঠেও ছিল একই কথা, 'তার (আলিসের) আঙুলে চোট আছে। খুব সম্ভবত শ্রীলঙ্কা সিরিজে তার খেলা হচ্ছে না।'
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: