টেস্ট ক্রিকেটারদের জন্য হাথুরুর বিশেষ ব্যবস্থা
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪ ১১:৩৩

নট আউট ডেস্কঃ চলতি বছর ভারত ও পাকিস্তানে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান ও সেপ্টেম্বর-অক্টোবরে থাকছে ভারত সফর। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সবার নজর এক জায়গায় হলেও হেড কোচ দিলেন দুরদর্শীতার পরিচয়। ইতমধ্যে টেস্ট ক্রিকেটারদের নিয়ে মিটিং করেছে কোচিং স্টাফ। ঢাকা লিগ শেষ হলে বিসিবি থেকে মুমিনুল, সাইফ হাসানদের অনুশীলনের ব্যবস্থাও করা হবে জানা গেছে।
ক্রিকেটারদের সাথে কোচদের মিটিং নিয়ে মুমিনুল হক বলেছেন ‘খেলা না থাকলে খেলোয়াড়দের সঙ্গে মিটিং করে কিছু নির্দেশনা দেন কোচ। সে রকম একটা মিটিং ছিল। অবশ্য এবারের মিটিংটা একটু আলাদা। লিগ শেষ হলে টেস্ট ক্রিকেটারদের অনুশীলনে থাকতে বলা হয়েছে। বিসিবি থেকেই অনুশীলনের ব্যবস্থা করা হবে।’
ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘জাতীয় দলের পুলের ক্রিকেটারদের অনুশীলনে রাখার একটা পরিকল্পনা করা হয়েছে। কোচ টেস্ট খেলোয়াড়দের সঙ্গে মিটিং করে পরিকল্পনা দিয়েছেন। বিসিবি এখন কোচের পরিকল্পনা অনুযায়ী অনুশীলনের ব্যবস্থা করবে। কারণ, বিশ্বকাপ শেষে পরপর দুটি টেস্ট সিরিজ খেলা হবে।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: