ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বোলার নাকি অলরাউন্ডার; বিশ্বকাপে সাকিবের ভূমিকা হবে কেমন?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৪ ১১:০৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ‘সাকিব দলে থাকলে কাজ করা সহজ, সাকিব দলে থাকা বাড়তি প্রেরণা,’ বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটার-কোচদের মুখে এমন কথা শোনা যায় নিয়মিতই। বাস্তবতা বলছে, এক সাকিবের উপস্থিতি সহজ করে দেয় অসংখ্য সমীকরণ৷ একাদশে সাকিব থাকলে আইপিএলের লিখিত ইমপ্যাক্ট নিয়ম যেন অলিখিত ভাবে কার্যকর হয় বাংলাদেশ দলে৷ কেননা প্রতিপক্ষ, পরিস্থিতি বুঝে চাইলেই খেলানো যায় বাড়তি একজন বোলার অথবা ব্যাটারকে৷ তবে সময়ের সাথে সাকিবের থাকাটাই যেন আরেক চিন্তা৷

ভারত বিশ্বকাপে চোখের সমস্যা বুঝতে পারা ৷ বিপিএল ছেড়ে চিকিৎসার জন্য ছুটে চলা ৷ ব্যাটিংয়ে হেড পজিশন বদলিয়ে স্বাভাবিক বলেও হোঁচট খাওয়া ৷ পরিস্থিতি সাকিবের প্রতিকূলে, দলও পাচ্ছেনা শতভাগ সাকিবকে ৷ আসন্ন বিশ্বকাপের আগে তাই আলোচনার বিষয়, বিশ্বকাপে সাকিবের ভূমিকা হবে কেমন?

চোখের সমস্যা নিয়েও সাকিব বোলিংয়ে পাচ্ছেন লেটার মার্ক । ডিপিএলের শেষ ম্যাচে ব্যাট হাতেও পেয়েছেন শতকের দেখা। তবে যে জিম্বাবুয়ে সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে না সেখানে সাকিব ব্যাট হাতে করতে পারেননি বাজিমাত। নিজের খেলা প্রথম ম্যাচে ১ রান আর দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন ২১ রানে। দুই ম্যাচেই সুযোগ ছিল ইনিংস বড় করার।

দুই-এক ম্যাচে সাকিবের রান করতে না পারাটা কখনই চিন্তার হতে পারে না। তবে তিনি বল খেলতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটি যখন ওপেন সিক্রেট তখন তা চিন্তার বিষয়। সাকিবের বর্তমান অবস্থা কাটিয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। এটাও সত্য এই অবস্থা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উনিশের স্মৃতি ফেরানো বড্ড কঠিন।

সাকিব অবশ্য ভিন্ন চরিত্র। ফিরতে জানেন বলেই কোটি মানুষের প্রেরণা। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে হারের পর যেভাবে তপ্ত রোদে করেছেন ব্যাটিং প্র্যাকটিস, তাতেই কেউ কেউ দেখছেন উনিশের সাকিবকে।

সাকিব হয়ত নিজেও জানেন, ব্যাট হাতে সাকিবের সেরাটা না পাওয়াই হতে পারে বাংলাদেশের চরম ব্যর্থতার অন্যতম কারণ। কেননা এই সংস্করণে সাকিবের চাইতে বেশি রান করতে পারেনি বাংলাদেশি আর কোন ব্যাটার। এখন পর্যন্ত ১১৯ ম্যাচের ক্যারিয়ারে সাকিব ব্যাট করেছেন ১১৮ ইনিংস। শতকহীন ক্যারিয়ারে ১২ অর্ধশতকে রান সংখ্যা ২৪০৪ রান।

টি-টোয়েন্টিতে দীর্ঘ ক্যারিয়ার সাকিবের। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০২২ সালের সর্বশেষ আসর, ৮ আসরেই জড়িয়ে আছে সাকিবের নাম। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৈশ্বিক আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানও এই বিশ্বসেরার। ৩৫ ইনিংসে করেছেন ৭৪২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান শিকারি সেরা ১০ ব্যাটারের তালিকায় সাকিবের অবস্থান আটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের মেডইন ওভার সংখ্যা শূন্য। তবে ৬.৭৮ কিপটে ইকোনমিতে নিয়েছেন ৪৭ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেট এগিয়েছে কয়েক ধাপ। সাকিবও নিজেকে নিয়েছেন এভারেস্ট সমান উচ্চতায়। তবে বর্তমান সময়ের সাকিবকে নিয়েও থাকছে সংশয়। সংশয় কাটিয়ে সাকিব কি হতে পারবেন বিশ্বকাপে বাংলাদেশ ব্যাটিং লাইনের ত্রাণকর্তা। বিপত্তি কাটিয়ে হতে পারলে বিশ্বকাপে বাংলাদেশও পেতে পারে দ্বিতীয় ধাপের ঠিকানা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।