ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপে সাকিব-শান্তদের পারফরম্যান্স যেমন..

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৪ মে ২০২৪ ২০:৩৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ১৯তম দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।  এবারের বিশ্বকাপ দলে চমক বলতে তেমন কিছুই নেই। তবে ঘোষিত স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে ৬ জনের এটিই হতে যাচ্ছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও এক ম্যাচের খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে হচ্ছে আলোচনা। নির্বাচক প্যানেলের তৈরি সেরা স্কোয়াডের ওপর আস্থা রাখছে অবশ্য অধিকাংশই। একনজরে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব-শান্তদের ব্যাটে-বলে পারফরম্যান্স।

 


সাকিব আল হাসান-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সাকিবের ইনিংস সংখ্যা ৩৫। ১২২.৪৪ স্ট্রাইকরেট আর প্রায় ২৩.৯৪ গড়ে করেছেন ৭৪২ রান। এ মঞ্চে শতকের দেখা পাননি বিশ্বসেরা অলরাউন্ডার, তবে অর্ধশতক রয়েছে ৩টি। বিশ্বকাপে সাকিবের ইনিংস সর্বোচ্চ রান ৮৪।

বিশ্বকাপে সাকিব বল করেছেন ১২৯.১ ওভার। ৬.৭৮ ইকোনমিতে নিয়েছেন ৪৭ উইকেট। ৯ রান খরচে ৪ উইকেট সাকিবের বিশ্বকাপ সেরা।

মাহমুদউল্লাহ রিয়াদ-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংস সংখ্যা ২৬। ১১০.৬৭ স্ট্রাইকরেট আর ১৮.১৫ গড়ে করেছেন ৩৬৩ রান। বিশ্বকাপ মঞ্চে রিয়াদ পঞ্চাশ করেছেন একবার। বিশ্বকাপে রিয়াদের ইনিংস সর্বোচ্চ রান ৫০।

বিশ্বকাপে রিয়াদ বল করেছেন ৩৯ ওভার। ৭.১০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ১৩ রান খরচে ২ উইকেট রিয়াদের বিশ্বকাপ সেরা।

নাজমুল হোসেন শান্ত-

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে শান্তর ইনিংস সংখ্যা ৫। ১১৪.৬৫ স্ট্রাইকরেট ও ৩৬ গড়ে করেছেন ১৮০ রান। পাঁচ ম্যাচে শান্ত অর্ধশতক করেছেন ২টি। বিশ্বকাপে শান্তর ইনিংস সর্বোচ্চ রান ৭১।

লিটন দাস-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে লিটন দাসের ইনিংস সংখ্যা ১৩। ১১৩.০৪ স্ট্রাইকরেট আর ২০ গড়ে করেছেন ২৬০ রান। বিশ্বকাপে লিটনের অর্ধশতক সংখ্যা ১। ৬৪ রানের ইনিংস বিশ্বকাপে লিটনের সর্বোচ্চ।

সৌম্য সরকার-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সৌম্য সরকারের ইনিংস সংখ্যা ১৫। ১০০ স্ট্রাইকরেট আর ১০.০৭ গড়ে করেছেন ১৫১ রান। ৯ ম্যাচে ওপেন করেও কোন অর্ধশতক করতে পারেননি তিনি। বিশ্বকাপ মঞ্চে সৌম্যের ইনিংস সর্বোচ্চ রান ২১। বল হাতে ১ উইকেট রয়েছে তার।

শেখ মাহেদি-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে শেখ মাহেদির ইনিংস সংখ্যা ৬। ১১০.৪২ স্ট্রাইকরেট ও ১৩.২৫ গড়ে করেছেন ৫৩ রান। বিশ্বকাপে মাহেদির ইনিংস সর্বোচ্চ রান ২৭। বল হাতে ৬.১২ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ১৯ রানে ৩ উইকেট মাহেদির বিশ্বকাপ সেরা।

মুস্তাফিজুর রহমান-

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান বল করেছেন ৫৬ ওভার। ওভারপ্রতি সাড়ে সাত খরচে নিয়েছেন ২০ উইকেট। ২২ রান খরচে ৫ উইকেট মুস্তাফিজের বিশ্বকাপে সেরা বোলিং ফিগার।

তাসকিন আহমেদ-

বিশ্বকাপে তাসকিন আহমেদ বল করেছেন ৫৩.৫ ওভার। ওভারপ্রতি ৬.৬৫ রান খরচে নিয়েছেন ১৮ উইকেট। ২৫ রান খরচে ৪ উইকেট বিশ্বকাপে তাসকিনের সেরা বোলিং ফিগার।

শরিফুল ইসলাম-

টি-টোয়েন্টি বিশ্বকাপে শরিফুল ইসলাম বল করেছেন ১৬.১ ওভার। ওভারপ্রতি ৭.৮৬ রান খরচে পেয়েছেন মাত্র ৪ উইকেট। ২০ রান খরচে ২ উইকেট বিশ্বকাপে শরিফুলের সেরা বোলিং ফিগার।

 

প্রথমবারের মত বিশ্বকাপে যাচ্ছেন, তানজিদ হাসান,তাওহিদ হৃদয়,জাকের আলী,তানভীর ইসলাম,রিশাদ হোসেন ও তানজিম হাসান । 

 

টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।