ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

বিশ্বকাপের প্রথম থেকেই ফিট তাসকিনকে পাবে বাংলাদেশ! 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৪ ১৫:৫৬

তাসকিন আহমেদ। ছবি: টুইটার তাসকিন আহমেদ। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণার ঠিক আগে চোটে পড়েন দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাতেই এই পেসারের বিশ্বকাপ খেলা নিয়ে জাগে শঙ্কার কালো মেঘ। অবশ্য সেই শঙ্কার কালো মেঘ অনেকটাই উড়ে গেছে দল ঘোষণার পর। বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত ১৫ জনের দলে তাসকিন কেবল থাকছেনই না, শান্ত'র সহকারী হিসেবেই মার্কিন মুল্লুকে দিবেন উড়াল।

চোট থেকে তাসকিনের সেরে উঠতে লাগতে পারে অন্তত সপ্তাহ তিনেক। তাই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে অর্থাৎ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই পেসারের দলে থাকা নিয়ে খানিকটা সংশয় রয়েছে। তবে, বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার ঠিক আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খানিকটা স্বস্তি ফেলার মতো বার্তায় দিয়েছেন।

টাইগার অধিনায়ক বুধবার গনমাধ্যমে জানিয়েছেন, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন। অর্থাৎ ফিট তাসকিনকে বিশ্বকাপ শুরুর আগেই আগেই পাচ্ছে বাংলাদেশ। তিনি বলেছেন, ‘তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচের আগেই। না থাকলে ব্যাক আপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি।’ 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।