ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

দলের ভালো কিংবা খারাপ সময়ে সমর্থকদের পাশে চান শান্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৪ ১৫:০৮

নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মূহুর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। যদিও যুক্তরাষ্ট্র সফরে এখনও পর্যন্ত খুব একটা স্বস্তিতে নেই শান্ত বাহিনী। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে রীতিমতো সমালোচনার মুখেই পড়েছে টাইগাররা। সামাজিক যোগাযোগমাধ্যমেও শান্ত-লিটনদের তুচ্ছতাচ্ছিল্য করছেন ভক্তরা। 

এদিকে আসন্ন বিশ্বকাও নিয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি তাঁদের ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন ‘গ্রিন-রেড স্টোরি’। যেখানে প্রতিদিনই ক্রিকেটার, কোচদের বিশ্বকাপ নিয়ে তাঁদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেই ধারাবাহিকতায়, এবার টাইগার অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশা। সেখানে টাইগার অধিনায়ক সমর্থকদের থেকে সাপোর্ট আশা করছেন।

‘গ্রিন-রেড স্টোরি’-তে শান্ত বলেছেন,‘এটা তো অবশ্যই রোমাঞ্চকর একটা ব্যাপার, দেশের বাইরে যখন সমর্থকরা সমর্থন করেন। এটা একটা বাড়তি অনুপ্রেরণা। আমাদের দেশের প্রতিটি মানুষ যেভাবে ক্রিকেট অনুসরণ করেন, প্রেরণা জোগান, এটা অবশ্যই দলকে উৎসাহিত করে। বাড়তি চাওয়া (সমর্থকদের থেকে) বলতে, বিশ্বকাপের সময় এতটুকু চাইব, আল্লাহ না করুক, কোনো খারাপ পরিস্থিতিতে যদি পড়ি আমরা, ওই সময়টায় যেন দলের পাশে থাকেন, দলকে সমর্থন করেন।’

সময়টা এমনিতেই পক্ষে কথা বলছেনা খুব একটা। তবে, বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক। যদিও সেই স্বপ্নটা এখনই খোলাসা করতে চান এই বাঁহাতি। তিনি বলেছেন, ‘প্রতিটি ক্রিকেটারের তো স্বপ্ন থাকেই। আমরা যখন একটা বড় টুর্নামেন্টে খেলতে যাব, অবশ্যই বড় স্বপ্ন নিয়েই যাই। তবে ‘আউটকাম’ নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রক্রিয়া ঠিক আছে কি না, প্রস্তুতি ঠিক আছে কি না… এসব জায়গায় যদি ঠিকভাবে কাজগুলো করতে পারি, তাহলে আমার মনে হয় ফলাফল আসবে।’ 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।