ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ, বিশ্বাস সাকিবের 

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ৩০ মে ২০২৪ ২০:০৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বলা চলে ব্যাটারদের বিপক্ষে শারীরিক ভাষা প্রদর্শনে পারদর্শী হওয়ার কারণেই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপ দল ঘোষণার সময় সাইফউদ্দিনের জায়গায় কেন সাকিব, এই প্রশ্নের ব্যাখ্যায় এমনটিই জানিয়েছিলেন প্রধান নির্বাচক। ম্যানেজম্যান্টের ভরসা রাখার পাশাপাশি দলের জন্য দারুণ কিছু করতে চান এই পেসার। একই সাথে বিশ্বাস করেন বাংলাদেশ যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে। 

 

সাকিব বলেন, আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশাআল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।’

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সাকিব। বল হাতে ব্যাটারদের বিপক্ষে আগ্রাসন আর দলের প্রতি নিবেদন তখন থেকেই পরিলক্ষিত। নিজের এই চরিত্র নিয়ে সাকিব জানিয়েছেন, আমরা সে ভাবেই তৈরি হয়েছি। 

সাকিব বলেন, এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনও আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।