ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

পরিকল্পনা করে সাকিব-রিয়াদদের বিদায় আয়োজন করা হবে- পাপন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪ ১২:০৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সিনিয়র তো বটে সদ্য সমাপ্ত বিশ্বকাপ শেষে ফর্মে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বিদায় জানিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটকে । এ তালিকায় বাংলাদেশি কেউ না থাকলেও সমর্থকরা হতাশা থেকে অবসরে দেখতে চান মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে। তবে দুজনের কেউ এখনই যে বিদায় নিচ্ছেন না এই ফরম্যাট সেটিও স্পষ্ট। 

 

গতকাল (০২ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল সিনিয়র ক্রিকেটারদের অবসর নিয়ে। সেখানে নাজমুল হাসান পাপন জানান, সিনিয়রদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। 

পাপন বলেন, ‘তাদের প্রতি পূর্ণ আস্থা আছে। এটাও সত্যি ওরা একটা সময় খেলবে না। এক সময়ে ওরা বলতে পারে খেলবে না। বোর্ডও বলতে পারে। তবে এক সঙ্গে হোক। বোর্ডের সঙ্গে বসে ঠিক পরিকল্পনা হোক, কে কখন যাচ্ছে। আমার মনে হয় সেরকমই হবে।’


কেন সিনিয়র ক্রিকেটারদের এক দশকেও শেখার শেষ হয়নি?- প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমরা একটা রূপান্তরকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এতেই অনেক কিছু বোঝা উচিত। সব প্রশ্নের উত্তর এখন দিতে পারব না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।