ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

মুস্তাককে মনে ধরেছে বিসিবির, বাড়ছে চুক্তি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪ ১২:১৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে একজন লেগ স্পিনার। ভাবতেই দারুণ লাগে ক্রিকেট প্রেমিদের। লেগ স্পিনারদের ভাগ্য বদলানোর দায়িত্বটাই ছিল রিশাদ হোসেন ও কোচ মুশতাক আহমেদ’র ওপর। বিশ্বকাপে হয়েছেও ঠিকঠাক। প্রথমবার খেলতে গিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন এই লেগি।

  

বিশ্বকাপে রিশাদের সাফল্যের অংশীদার পাকিস্তানি কোচ মুশতাক আহমেদ। দেশের লেগ স্পিনারদের সমৃদ্ধ করতে তাই আগামী দুই বছরে চুক্তির কথা ভাবছে বিসিবি। বিসিবির বোর্ড সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বিসিবি প্রধান। 

মুশতাক প্রসঙ্গে পাপন বলেন, ‘মুশতাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত।’

বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং বিভাগ হতাশ করেছে সমর্থকদের। ব্যাটারদের ব্যর্থতায় চাকরি হারাচ্ছেন ব্যাটিং কোচ। কোচিং প্যানেলে কোনো পরিবর্তন আসছে কিনা, এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, ‘আমরা নতুন নতুন কিছু বিকল্পও খুঁজছি সব জায়গাতেই। দেখা যাক আমাদের কি কি বিকল্প আছে।’


-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।