ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

ঘুম কাণ্ড নিয়ে অবস্থান পরিষ্কার করলেন তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪ ১৫:৪৩

তাসকিন আহমেদ। ছবি: টুইটার তাসকিন আহমেদ। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমিফাইনালে খেলার। তবে, আফগানিস্তানের কাছে সমীকরণ মেলাতে ব্যর্থ হয়ে সুপার এইটেই শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বাংলাদেশের বিশ্বকাপ দলে ভাইস ক্যাপ্টেন হিসেবেই খেলতে গিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। 

প্রথম রাউন্ড ও সুপার এইটে মিলিয়ে যেখানে তাসকিন আহমেদ বাংলাদেশ হয়ে নেমেছেন সব ম্যাচেই। একমাত্র ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি। এই নিয়ে সমালোচনার শিকার হয়েছে টিম ম্যানেজমেন্ট। এদিকে বিশ্বকাপ শেষে বাংলাদেশ দেশে আসার পর জানা যায়, তাসকিনের দলে না থাকার আসল ঘটনা। মূলত, ঘুমের কারণে টিম বাস মিস করেন তাসকিন। আর যেকারণে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি।

যদিও এমন গুঞ্জনকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তাসকিন আহমেদ নিজেই। তবে, ঘুমের কারণে যে টিম বাস মিস করেছেন সেটা স্বীকার করেছেন অকপটেই। যার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্রিকেটারদের কাছেও এই পেসার চেয়েছেন ক্ষমা। 

তাসকিনের ঘুম কাণ্ডের বির্তক ডালপালা মেলার আগেই করেছেন বিষয়টি পরিষ্কার। আজ (বুধবার) নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে।’

‘প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই।’ যোগ করে বলেছেন তিনি। 

এরপর টিম বাস মিস হওয়া এবং কখন মাঠে পৌঁছেছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন এই পেসার। তাসকিন বলেছেন, ‘আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের  কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।’

এদিকে টিম বাস মিস করার সাথে ভার‍তের বিপক্ষে একাদশে না থাকার বিষয়টিও পরিষ্কার করেছেন তিনি। এই প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের  সিদ্ধান্ত ছিলো। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত  এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।