বিপিএল জমজমাট, আসছে পাকিস্তানি তারকা ক্রিকেটাররা
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২ ০৬:৫৭

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়মিতই দেখা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর থেকেই খেলে আসছেন দেশটির তারকা ক্রিকেটাররা।
আগামী ৬ জানুয়ারি বিপিএলের নবম আসর মাঠে গড়াবে। একই সময়ে বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএটি-২০, আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ অনুষ্ঠিত হবে। তাই বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সংকট হবে বলেই অনুমান ছিল সবার। সবকিছু চিন্তা করে বিসিবিও বিদেশি ক্রিকেটারের নিবন্ধন উন্মুক্ত করে দিয়েছিল এবার।
তবে বিপিএলের জৌলুস পড়ে যাচ্ছে না, বরং বেশ জমজমাট রুপই পেতে যাচ্ছে। কারণ বিপিএলে অংশ নিতে যাচ্ছেন এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার। ইতোমধ্যে বিপিএলের বিভিন্ন দলের সঙ্গে সাত পাকিস্তানি ক্রিকেটারের চুক্তি করার খবর পাওয়া গেছে। পুরো আসরে হয়তো অনেকেই খেলতে পারবেন না। মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, শোয়েব মালিক, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির ও হারিস রউফের খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
বুধবার লোগো উন্মোচন ও থিম সং প্রকাশ অনুষ্ঠানে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, বিপিএলে তাদের হয়ে খেলবেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।
তিনবারের বিপিএল জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভান্ডার খুবই শক্তিশালী হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চুক্তি করেছে দুই সুপারস্টার মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির সঙ্গে। সঙ্গে হাসান আলী থাকছেন বিপিএলের সবচেয়ে সফল দলটিতে।
জানা গেছে, রংপুর রাইডার্স চুক্তি করেছে শোয়েব মালিক, মোহাম্মদ নেওয়াজ ও হারিস রউফের সঙ্গে।
সবমিলিয়ে পাকিস্তানি তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে রঙ ছড়াবে বিপিএল।
এদিকে ফরচুন বরিশালের হয়ে ক্রিস গেইল, রাকিম কর্নওয়াল, ইব্রাহিম জাদরান খেলবেন বলে শোনা যাচ্ছে।
-নট আউট/এমজেএ/টিএ
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত
ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...
বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ
ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ

আপনার মূল্যবান মতামত দিন: