ম্যাচ জেতানো স্পেল রাখতে পারলেই খুশি তাসকিন
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩ ২১:৪৭

নট আউট ডেস্কঃ তাসকিন আহমেদ! বাংলাদেশ পেস বিভাগের অন্যতম এই কান্ডারি এবারের বিপিএলে খেলবেন ঢাকা ডমিনেটর্সের হয়ে। আগামীকাল শুরু হতে যাওয়া আসরে শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় থাকার প্রবল ইচ্ছা এই ফাস্ট বোলারের।
তাসকিন বলেন, 'ইচ্ছা আছে শীর্ষ উইকেট শিকারিদের মধ্যে থাকার। আর সবসময় চাইব যে, আমার যাতে কিছু ম্যাচ জেতানো স্পেল থাকে এবং অবদান থাকে। এটাই আমার ইচ্ছা।',
তাসকিনদের দলের প্রধান কোচ হিসেবে এসেছেন শ্রীলংকার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। এই কিংবদন্তির কাছ থেকে শিখতে চায় পেসার তাসকিন।
তাসকিন বলেন, 'আজই উনার (ভাস) সঙ্গে প্রথম কথা হলো। উনাকে বলেছি যে "আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। কাজের ফাঁকে যতটা পারেন আমাকে শেখাবেন।" এরকম গ্রেট ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।',
তাসকিন আরও বলেন, 'উনি একজন কিংবদন্তি পেসার। উনি কোচ হিসেবে আসছেন শুনে ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। চেষ্টা করব উনার কিছু টিপস নিয়ে যাতে আমি আরেকটু উন্নতি করতে পারি। সবসময়ই চাই শিখতে, উনার থেকেও যেন কিছু শিখতে পারি।'
-নট আউট/এমআরএস
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত
ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...
বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ
ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ

আপনার মূল্যবান মতামত দিন: