ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
প্রকাশিত: ২০ মার্চ ২০২৩ ১৪:৪১

নট আউট ডেস্ক: মাশরাফি- মুশফিকের সিলেটকে হারিয়ে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ এবারের আসরে ট্রফি জয়ের এক মাস পার হলেও উল্লাস চলছেই কুমিল্লা শিবিরে৷ সবার চেয়ে ভিন্ন কিছু করতে এবার ছাদখোলা বাসে শোভাযাত্রা করবে দলটি৷
২০ মার্চ (সোমবার) বিকেলে কুমিল্লা কুমিল্লার লালমাই উপজেলায় ‘ভিক্টোরিয়ান্স মেলা’ করবে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে দলের খেলোয়াড়, কোচ, মালিকসহ সংশ্লিষ্ঠ সবাই থাকবেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটির মিডিয়া ম্যানেজার খান নয়ন।
বিবৃতিতে বলা হয়, ‘বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চার বারের শিরোপা জয় উপলক্ষে ২০ মার্চ বিকেল ৪টায় ‘ভিক্টোরিয়ান্স মেলা’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল, হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, অধিনায়ক ইমরুল কায়েসসহ দেশীয় অন্য খেলোয়াড়রা চারটি চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে ছাদখোলা বাসের আয়োজনে অংশ নেবেন। পরবর্তীতে তারা মোটর শোভাযাত্রাসহ উপস্থিত হবেন জামতলী এলাকার অনুষ্ঠানস্থলে।’
উল্লেখ্য: বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চার বার শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
-নট আউট/এমআরএস
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দুয়ার উন্মুক্ত
ক্রিকেট বিশ্বে হাল সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-২০। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফ্র...

বিপিএলের সাত দল চূড়ান্ত, দল পায়নি সাকিবের মোনার্ক...
বিপিএলকে আরও গোছালো ও জনপ্রিয় করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করেছিল বাংলাদেশ ক্রিকে...

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ
ড্রাফট অনুষ্ঠানে বিপিএলের নতুন লোগে উন্মোচন করবে বিপিএল কর্তৃপক্ষ

আপনার মূল্যবান মতামত দিন: