সিপিএলে নাইট রাইডার্সের নতুন কোচ সিমন্স
প্রকাশিত: ১৭ মে ২০২৩ ১৮:৩৯

নট আউট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হেড কোচ হলেন ফিল সিমন্স। এর আগে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের প্রধান কোচ ছিলেন ফিল সিমন্স।
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দলকে দায়িত্ব ছেড়েছিলেন উইন্ডিজ ক্রিকেট দলের। এবার সিপিএলের সফলতম দল নাইট রাইডার্সের দায়িত্বে থাকছেন তিনি।
সিমন্সকে কোচ হিসেবে পেয়ে বেশ খুশি দলটির অধিনায়ক কাইরন পোলার্ড। জাতীয় দলের হয়ে সিমন্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। দুজনে মিলে ত্রিনবাগোর হাসি ও ভালো ফলাফল ফেরাতে চান। পোলার্ড বলেন, ‘ফিল (সিমন্স) আমাদের সঙ্গে আছে অধিনায়ক হিসেবে এটা ভেবে আমি খুবই রোমাঞ্চিত।’
‘জুটি হিসেবে আমাদের রসায়নটা বেশ ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা একসঙ্গে কাজ করেছি। ত্রিনবাগোর হয়ে কাজ করার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। আশা করি আমাদের জুটি ত্রিনবাগোর হাসি এবং দারুণ সব ফলাফল ফিরিয়ে আনবে।’
-নট আউট/এমআরএস
সাকিবের ম্যাচ সেরার দিনে গায়ানার প্লে অফ নিশ্চিত
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের প্রথম দুই ম্যাচেই শতভাগ ব্যর্থ ছিলেন সাকি...

ফের গোল্ডেন ডাক সাকিবের
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যক্তিগত শূন্য রানে আউট হয়েছেন বিশ্...

সিপিএলে নাইট রাইডার্সের নতুন কোচ সিমন্স
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হেড কোচ হলেন ফিল সিমন্স

আপনার মূল্যবান মতামত দিন: